কুমিল্লার
চৌদ্দগ্রামে এতিমদের সম্মানে সোনালী সমাজ ফাউন্ডেশন’র ইফতার
- আপডেট সময় : ০৮:২৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৯৭০৯ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেববী সংগঠন ‘সোনালী সমাজ ফাউন্ডেশন (এসএসএফ)’ এর উদ্যোগে পৌরসভাধীন শ্রীপুর জামেয়া মাদানিয়া মাদরাসার এতিম ছাত্র, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ এপ্রিল) বিকেলে মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ উজানী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী সমাজ ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামীম, সমাজসেবক মসরুর হোসেন আজাদ, হাজী আবদুল মালেক, হাজী আবদুল বারেক, জহিরুল হক, পৌরসভার কর্মকর্তা জিএম সেলিম, যুবনেতা ইসহাক বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, সোনালী সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ। উল্লেখ্য, সোনালী সমাজ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ অব্যাহত রেখেছে।