জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি
- আপডেট সময় : ০৪:৫৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৭৭৯ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা করছে জবি ছাত্রশিবির।
আজ ১৫সেপ্টেম্বর(সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে জকসু নির্বাচনের সময়সীমা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সম্পূরক বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু করে নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়।
সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা যমুনায় আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এতদিন পার হয়ে গেলেও একটি টাকা দেওয়া হয়নি। আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচিত প্রতিনিধিদের প্রয়োজন। তাই জকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিয়ে এ বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশেরও দাবি জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন’ দ্রুত বাস্তবায়ন করার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একটি প্রতিনিধি দল আগামীকাল ১৬ সেপ্টেম্বর, ২০২৫, বিকাল ৫:০০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবে। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মতো কর্মসূচি নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জবি শিবির সভাপতি।











