জনসভা সফল করতে ৩নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগ এর প্রস্তুতি সভা

- আপডেট সময় : ১২:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ৯৭২১ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন।।
৭ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র বিশাল জনসভা সফল করার লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন ৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের ২নং ইউনিট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
গত শনিবার (৩রা ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় বড় বাজার দোকান মালিক সমিতি ফেডারেশন কার্যালয়ে ২নং ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হাসান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মাহবুবুর রহমান মাবু।
মাহবুবুর রহমান এই সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারে উন্নয়নে যে আন্তরিকতা দেখিয়েছেন, তাঁকে স্বাগত জানিয়ে জনসভাকে সফল করে নেত্রী কে কৃতজ্ঞতা জানানোর সময় এসেছে। কক্সবাজাবাসীর তাঁর জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করবে বলে আশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, সবাইকে আগামী ৭ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় দাওয়াত পত্র ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য নেতা কর্মিদের অনুরোধ জানানো হয়।
মোঃ হাসেম ও কাসেম আবেদিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ এর সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
উজ্জ্বল কর বলেন, কক্সবাজার যে হারে উন্নয়নমূলক কাজ করেছেন তা এখন বিশ্ববাসী দেখছে। আমাদের উচিত ওনার উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধনী নিজের চোখে দেখার জন্য জনসভায় যোগদান করা।
বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ এর সভাপতি জানে আলম পুতু, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, কক্সবাজার পৌর আওয়ামীলীগ সদস্য রফিক মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক রিদুয়ান আলী, ৩নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগ নেতা শাহ আলম, জিল্লুর রহমান কাজল, কায়সার হক লাদেন, জুয়েলার্স মালিক সমিতি সদস্য অভিলাষ ধর,
সমবায় সুপার মার্কেট সমিতির সদস্য আজিম সওদাগর, মহিউদ্দিন, নাসির উদ্দিন, হকার্স মার্কেট সমিতির সদস্য হারুন সওদাগর, মাতু সওদাগর, কামাল সওদাগর, যুবনেতা সাদ্দাম হোসেন, জুয়েলার্স কারিগর সমিতির সদস্য অপু ধর ও ঝন্টু ধর প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী এনামুল হক, আসিফ উল মওলা, ডাঃ পরিমল কান্তি দাশ, মিজানুর রহমান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, হেলাল উদ্দিন সিকদার, আবুল কালাম সহ ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ, ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।