ঝড় বৃষ্টির রাতেও মিঠাপুকুরের বিভিন্ন পূজা মন্ডব/ পরিদর্শনে আ.লীগ নেতা মওলা
- আপডেট সময় : ০৬:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ৯৬৯০ বার পড়া হয়েছে
মোঃ পলাশ হোসেন,মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করছেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি রংপুর জেলা ছাত্রলীগ, সাবেক সভাপতি মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ ও সাবেক সভাপতি মিঠাপুকুর কলেজ ছাত্রলীগের নেতা মিঠাপুকুরের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মিঠাপুকুরের আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।
আজ মঙ্গলবার ঝড়ো বৃষ্টির আধার রাতেও তিনি মিঠাপুকুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে ছুটে বেরিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষদের।
কোনো প্রকার অরাজকতা সৃষ্টি হলে শক্ত হাতে মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেছেন। পরিদর্শন কালে মোতাহার হোসেন মন্ডল মওলা আরো বলেন শেখ হাসিনা সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একতাবদ্ধ হয়ে নৌকার কাজ করার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এইচ/কে
















