ডা. ফেরদৌসের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ
- আপডেট সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ৯৬১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক।
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি মানবিক চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে দেবিদ্বার উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন । এই কার্ডধারীরা তাঁদের পরিবারের সদস্যদের যেকোন স্বাস্থ্যসেবা পাবেন বিনা মূল্যে।
দেবিদ্বার উপজেলার বাকসারে অবস্থিত ডা.ফেরদৌস খন্দকার কারিগরি স্কুল অডিটরিয়ামে সাড়ে ৩০০ মানুষের মাঝে এই স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়।
এ সময় ডা.ফেরদৌস খন্দকার তাঁর বক্তব্যে বলেন- শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ পেতাম না।
তিনি আমাদেরকে পতাকা, মানচিত্র ও একটি স্বাধীন দেশ দিয়েছেন। আর তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে দেশ পরিচালনা করে যাচ্ছেন। ‘মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে চান। এ জন্য সকল কিছুই স্মার্ট হতে হবে। স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও স্মার্ট হতে হবে সকলকে। এ জন্য আমার নিজের উপজেলার মানুষকে বিনা মূল্যে স্মার্ট স্বাস্থ্যসেবা দিতে এই কার্ড বিতরণ শুরু করা হয়েছে।এই কার্ডের হটলাইন নম্বরে কল দিলে চারজন চিকিৎসক রোগীদের সেবা দেবেন।
ডা. ফেরদৌস খন্দকার আরো বলেন, ‘প্রাথমিকভাবে রোগীকে সেবা দিয়ে পরবর্তীতে প্রয়োজন হলে স্থানীয়, কুমিল্লা এবং দরকার হলে ঢাকায় নিয়েও রোগীদের সেবা চিকিৎসা সেবা দেওয়া হবে
উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএর সাধারণ সম্পাদক আল আমিন বাবু, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর আক্তার লিপি, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির।