তিতাসে হরতাল বিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৯৭০৪ বার পড়া হয়েছে
হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে বিএনপির ডাকা দুই দিনের হরতাল ও অবরোধের প্রথম দিনে নাশকতা ঠেকাতে হরতাল বিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ,সেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
রবিবার (৫ নভেম্বর)হোমনা-গৌরীপুর সড়কের সদর কড়িকান্দি বাজার হইতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনের রাস্তা পর্যন্ত এই কর্মসুচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা যুব লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো.সারওয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মো.আলম সরকার, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ,সদস্য মো.লিয়াকত মেম্বার,কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান,উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার প্রমূখ।
















