ব্রেকিং নিউজ ::
নড়াইল লোহাগড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবকল্যাণ ছাত্রসংঘের সহায়তা |
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ৯৬৫৩ বার পড়া হয়েছে
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ সবুজ মোল্লাকে পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন মানব কল্যাণ ছাত্র সংঘ। সহায়তা সামগ্রীর ভেতর রয়েছে পুড়ে যাওয়া ঘর সংস্কারের টিনসহ অন্যান্য সামগ্রী।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠন অন্যতম উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি সৈয়দ লায়েব আলী, অর্থ সম্পাদক মোঃ ইয়ার আলি, সহ অর্থ সম্পাদক মোঃ নাইম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন, সদস্য মোঃ গোলাম মোর্তজা, রফিকুল ইসলাম প্রমুখ।
সূত্রে জানা গেছে, অত্র এলাকার নোয়াপাড়া গ্রামের মোঃ সবুজ মোল্লার বাড়িতে গত ১৮ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
















