নৈপুণ্য ও জাহিদের পথচলা | বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৫:৫৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ৯৬২৮ বার পড়া হয়েছে
আরমান সাকিব,বেরোবি প্রতিনিধি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদীয়মান তরুণ প্রতিভার অধিকারী জাহিদুর রহমান। সে যেমন ভালো আর্টিস্ট তেমনি ভালো সাংগঠনিক ও বটে। তার জাদু মাখা হাতের স্পর্শে নিমিষেই আঁকিয়ে ফেলে কোন দৃশ্যপট বা চিরপরিচিত কোন ব্যক্তিত্বের ছবি।তবে জাহিদ কিন্তু ফাইন আর্টসের ছাত্র না।
সে ব্যবসা প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী। আঁকাআঁকির প্রবল আগ্রহ ও তার মেধা শক্তি দিয়ে সে প্রমাণ করেছে তার অসাধারণ প্রতিভার। জাহিদ একাধারে রপ্ত করেছে জলরং, পেন্সিল স্কেচ, ক্যালিওগ্রাফি আর্ট ও ওয়েল পেইন্টিং।
তার হাত ধরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে নৈপুণ্য নামক সাংস্কৃতিক সংগঠন।কিছু অঙ্কন প্রিয় সতীর্থ নিয়ে তার এ পথচলা। তবে নৈপুণ্য শুধু বেরোবিতেই সিমাবদ্ধ নয়। দেশের বাকি বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে নৈপুণ্যকে দার করাতে চলছে নানা প্রস্তুতি।
গতবছরের (২০২০) ৭ সেপ্টেম্বর নৈপুণ্য যাত্রা শুরু করলেও কোভিডের জন্য বেশি পেরে উঠতে পারেনি।তবে থেমে নেই প্রতিষ্ঠাতা জাহিদ। এরি মধ্যে বেশ কয়েকটা স্থানীয় ক্যাম্পাস ভিত্তিক ও একটি জাতিয়ে পর্যায়ে অনলাইন অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে।যাতে প্রতিযোগী ছাড়াও শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক সাড়া পেয়েছে।
জাহিদের লক্ষ্য বাংলাদেশের অঙ্কন শিল্পীদের নিয়ে নৈপুণ্য কে জাতীয় পর্যায়ে দার করানো এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তার এ প্রতিভা ছড়িয়ে দেওয়া।