ব্রেকিং নিউজ ::
পতাকা বৈঠকের মাধ্যমে ৮৮ জন জেলে মুক্তি ভারতীয় জেল থেকে
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ৯৬৮২ বার পড়া হয়েছে
আজিজ উদ্দীন॥
ভারতের জেল থেকে মুক্তি পেয়ে গতকাল ঘরে ফিরেছেন মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালীর ৮৮ জন জেলে।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী সাগরে মাছ ধরতে গিয়ে ৩টি নৌকা ভারতের জলসীমায় ঢুকে পড়লে দেশটির নৌবাহিনী তাদের আটক করে।দীর্ঘদিন পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মুক্তি মিলেছে জেলেদের।
মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক জানিয়েছেন, আটককৃত জেলেদের মুক্তির বিষয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী’র সাথে তিনি যোগাযোগ করেছিলেন। দফায় দফায় যোগাযোগের মাধ্যমে গতকাল (২৯ আগস্ট) ৮৮জন জেলেকে ভারতের কারাগার থেকে মুক্তি দেয়।
অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর জেলেদের মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।অন্যদিকে বন্দী জীবন থেকে ফিরে আসা জেলেদের পরিবারে লেগেছে খুশির জোয়ার।
















