পাথরঘাটায় এমপি’র সহায়তায় প্রতিবন্ধী মনির দেখছে বাঁচার স্বপ্ন
- আপডেট সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৯৬২৪ বার পড়া হয়েছে
পাথরঘাটা প্রতিনিধি মোঃসাহাব উদ্দিন॥
বরগুনার পাথরঘাটায় শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ মনির হোসেনকে শনিবার (২০ আগস্ট) মালামালসহ দোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন প্রয়াত সাংসদ গোলাম সবুর টুলুর সহধর্মিনী বরগুনা-৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরার ও তার ছোট মেয়ে।
পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকায় মালামালসহ দোকানটি মনির হোসেন কে বুঝিয়ে দেয়া হয়। মনির মালামালসহ দোকান পেয়ে খুশিতে আত্মহারা। সে বলে এখন আমার উপার্জন দিয়ে আমার পরিবার চলবে এটাই আমার একটা বড় আনন্দ। এই দোকান আমাকে দেখাচ্ছে নতুন করে বাঁচার স্বপ্ন।
সাংসদ সুলতানা নাদিরা বাংলাদেশের বার্তা কে বলেন, তার ছোট মেয়ের ব্যাক্তিগত অর্থায়নে মনিরের জন্য মালামালসহ দোকান করে দিয়েছি। এর আগেও ত্রিশটি দোকান অসহায় পরিবারের কর্তাদের দেয়া হয়েছে।
এসময় তিনি ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর সপরিবারের সাথে তার ছোট ভাই রিন্টু ও প্রয়াত সাংসদ গোলাম সবুর টুলুর রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।
এইচ/কে