প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান
- আপডেট সময় : ১২:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ৯৬২৫ বার পড়া হয়েছে
জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের কৃতি সন্তান কামাল আব্দুল নাসের চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা মোঃ মিজানুর রহমান।
শুক্রবার ফুলেল শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক-শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, শান্ত বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এএসএম শাহীন মজুমদার, আলকরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ, আ’লীগ নেতা নজরুল ইসলাম কামাল, যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, কাজী ইকবাল, সাবেক কাউন্সিলর মোঃ ইউনুছ, ইতালি প্রবাসী লোকমান হোসেন আপনসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।