প্রয়াত দৈনিক কক্সবাজার সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে নানান আয়োজন
- আপডেট সময় : ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৫১ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন॥
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্টাতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিকতার বাতিঘর দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর শনিবার প্রয়াতের কক্সবাজার পৌরসভার উত্তর রুমালিয়ারছড়ার নিজ বাসভবনে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং ইছালে ছওয়াবের অংশ হিসেবে নানান আয়োজন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গেলো বছরের ৭সেপ্টেম্বর’২১ ৯১ বছর বয়সে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যবরণ করেন বরেন্য এই সাংবাদিক ও রাজনীতিক।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ কন্যা ও ৩ পুত্র রেখে গেছেন। প্রয়াতের বড় মেয়ে আশরাফ জাহান কাজল উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য, মেজো মেয়ে ফাতেমা জাহান উজ্জল, দৈনিক কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক, বড় ছেলে মোঃ মুজিবুল ইসলাম দৈনিক কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সে সাথে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মেঝো ছেলে মোঃ নজীবুল ইসলাম কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সে সাথে ইলেকট্রিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি, ছোট ছেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম সজীব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।
















