ফরিদপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৯৬৫৪ বার পড়া হয়েছে
রানা অর্নব,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে ফরিদপুর জেলা জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) বিকালে ফরিদপুর শহরের স্বপ্নছোঁয়া কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় জাকের পার্টির সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে, প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বেপারী, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক প্রফেসর আব্দুর কুদ্দুস, ফরিদপুর সদর উপজেলা সভাপতি ফকির মান্নান, ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবির, চরভদ্রসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, নগরকান্দা উপজেলা সভাপতি ডাঃ ফজলুল হক, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা প্রমূখ।
এছাড়া জেলা উপজেলা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মিলাদ মাহফিল,দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও তাবারক বিতরণের মধ্যে দিয়ে এ সভার সমাপ্তি হয়।
















