বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা// ছয় দফা দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা
- আপডেট সময় : ১০:১৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ৯৬৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন দফা দাবির সাথে সহমত পোষণ করেছে বাংলাদেশের সকল শ্রেণির মানুষ। রেলওয়ের কর্মকর্তাদের সকল অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ছরিয়ে পরেছে সারা বাংলায় ।
দুর্নীতির আঁখড়া, বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তন সময়ের দাবী! সবাই সোচ্চার হয়ে প্রতিবাদ জানিয়েছে ।
গত কাল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহিউদ্দিন রনি তার চারজন সহপাঠী সহো বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদী ছয় দফা দাবির স্মারক লিপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
মহিউদ্দিন রনি’র ৬-দফাঃ
১. টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকেট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।
৩. অনলাইন-অফলাইনে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সর্ব সাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
৪. যাত্রী চাহিদার সাথে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
৫. ট্রেনের টিকেট পরীক্ষক ও তত্ত্বাবধায়ক সহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকান্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বৃদ্ধি করতে হবে।
৬. ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
উপস্থিত নেতৃবৃন্দ মহিউদ্দিন রনির ছয় দফা সম্মানের সাথে গ্রহন করেছেন, এবং প্রধানমন্ত্রীর কাছে এই স্মারক লিপি পৌঁছে দিবেন বলে আস্বস্ত করেছেন।
















