বাংলাদেশ স্কাউট দিবসে কুমিল্লা আইডিয়াল কলেজ কাব স্কাউটদের মাঝে নতুন পোষাক বিতরণ
- আপডেট সময় : ১১:৩০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৯৬২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষ্যে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ জন কাব স্কাউট সদস্যদের মাঝে নতুন পোষাক বিতরণ ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের ব্যবস্থাপনায় রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মো. আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সভাপতি সহিদুল ইসলাম চপল, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা আক্তার, কাব স্কাউট ইউনিট লিডার মঈন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাজনীন আক্তার, সেলিনা আক্তার, স্বপ্না রানী দত্ত, সিরাতুল তারফি, তাহমিনা সুলতানা, ফাহমিদা শারমিন, কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি শাহরিয়ার রহমান ইমন, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের গার্লস ইন সিনিয়র রোভার মেট ফারিয়া সুলতানা ইভা, কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট সদস্য অনিক মজুমদার, মহিউদ্দিন রাকিব, তানবীর, আল—শাহীন আসিফ, অনিক দত্ত, অনিক সূত্রধর, তোফাজ্জল হোসেন, রায়হান খান, কুমিল্লা রোভার স্কাউট গ্রুপের পুষ্পিতা সাহা, খাদিজা ইয়াছমিন নেয়ামা, সায়ীদা ইসলাম, ইমরান হোসাইন ভূঁইয়া, মো. শাহাদাত হোসেন সাজিদ, শ্রাবন চন্দ্র দেবনাথ।