ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি শ্রীপুরে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন শ্রীপুরে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত শেখ হাসিনার সময়ে কে কত মিথ্যে বলতে পারে এই প্রতিযোগীতা ছিলো- ডা. শফিকুর রহমান শ্রীপুরে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বারপাড়া সমাজকল্যান পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ শ্রীপুরে প্রতিবন্ধী শনাক্ত জরিপ কার্যক্রম অনুষ্ঠিত শ্রীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি মুসাফির নজরুল ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম অর্থের অভাবে জীবন যুদ্ধে জয়ী সালমা খাতুন কি এবার পরাজয় বরণ করবে? কুমিল্লায় জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলন

বিআরটিসির বাসেও চলছে অতিরিক্ত ভাড়া আদায়

আহনাফ তাজওয়ার
  • আপডেট সময় : ০৫:০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • / ৯৭১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরতে শুরু করেছেন ঢাকার বাসিন্দারা, ঢাকা ছাড়তে গিয়ে যাত্রাপথে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের,ঘরমুখো যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করেই চলছে বাড়তি ভাড়া আদায়,এমনকি খোদ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসেও বাড়তি ভাড়া হাঁকানো হচ্ছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় সরেজমিনে রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বিআরটিসির এসি বাসের নির্ধারিত ভাড়া ৬০০ টাকা হলেও এখন ঈদযাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০০০ টাকা।

যাত্রীদের অভিযোগ, প্রতি বছর ঈদ এলে আগেভাগেই বলা হয় গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হবে না। কিন্তু বাড়ি ফেরার সময় যাত্রীদের কাছ থেকে কায়দা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সবসময়ই যাত্রীদের পকেট কাটা হয়।

অনেকটা বাধ্য হয়েই ঈদযাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে বাড়িতে ফেরেন, আব্দুর রহিম নামের এক যাত্রী বলেন, সবসময় ভাড়া ৬০০ টাকা, এখন এসে শুনি ১০০০ টাকা দিতে হবে। অতিরিক্ত ভাড়া না দিলে গাড়িতে যেতে পারবো না, বাড়ি তো যেতেই হবে,তাই বাড়তি ভাড়া দিয়েই বাড়ি যাচ্ছি।

বাড়তি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে বিআরটিসির টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা বাংলাদেশের বার্তা’কে জানান, ঈদের সময় ঢাকা থেকে বিভিন্ন জেলায় গাড়ি যাওয়ার পর ফিরতি পথে কোনো যাত্রী পাওয়া যায় না, তাই সেতুর টোল ফি, জ্বালানি খরচ মেটাতে কিছুটা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির ডিজিএম (অপারেশন) শুকদেব ঢালী বাংলাদেশের বার্তা’কে বলেন, ঈদে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। আমাদের পূর্বনির্ধারিত ভাড়া অনুযায়ী বাস চলাচল করবে। যেহেতু অভিযোগ এসেছে, আমি সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করে এখনই ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিআরটিসির বাসেও চলছে অতিরিক্ত ভাড়া আদায়

আপডেট সময় : ০৫:০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরতে শুরু করেছেন ঢাকার বাসিন্দারা, ঢাকা ছাড়তে গিয়ে যাত্রাপথে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের,ঘরমুখো যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করেই চলছে বাড়তি ভাড়া আদায়,এমনকি খোদ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসেও বাড়তি ভাড়া হাঁকানো হচ্ছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় সরেজমিনে রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বিআরটিসির এসি বাসের নির্ধারিত ভাড়া ৬০০ টাকা হলেও এখন ঈদযাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০০০ টাকা।

যাত্রীদের অভিযোগ, প্রতি বছর ঈদ এলে আগেভাগেই বলা হয় গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হবে না। কিন্তু বাড়ি ফেরার সময় যাত্রীদের কাছ থেকে কায়দা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সবসময়ই যাত্রীদের পকেট কাটা হয়।

অনেকটা বাধ্য হয়েই ঈদযাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে বাড়িতে ফেরেন, আব্দুর রহিম নামের এক যাত্রী বলেন, সবসময় ভাড়া ৬০০ টাকা, এখন এসে শুনি ১০০০ টাকা দিতে হবে। অতিরিক্ত ভাড়া না দিলে গাড়িতে যেতে পারবো না, বাড়ি তো যেতেই হবে,তাই বাড়তি ভাড়া দিয়েই বাড়ি যাচ্ছি।

বাড়তি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে বিআরটিসির টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা বাংলাদেশের বার্তা’কে জানান, ঈদের সময় ঢাকা থেকে বিভিন্ন জেলায় গাড়ি যাওয়ার পর ফিরতি পথে কোনো যাত্রী পাওয়া যায় না, তাই সেতুর টোল ফি, জ্বালানি খরচ মেটাতে কিছুটা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির ডিজিএম (অপারেশন) শুকদেব ঢালী বাংলাদেশের বার্তা’কে বলেন, ঈদে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। আমাদের পূর্বনির্ধারিত ভাড়া অনুযায়ী বাস চলাচল করবে। যেহেতু অভিযোগ এসেছে, আমি সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করে এখনই ব্যবস্থা নেবো।