বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে/ ওফাত দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৬২ বার পড়া হয়েছে
সোবহান সৈকত॥
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবস মহা ধুম ধামের সাথে পালিত হয়েছে৷
আরবী মাসের ৭ ই সফর বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী ইহলোক ত্যাগ করে পরম বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যান৷
এ দিবস টি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে আসতে থাকেন। মাগরিবের নামাজের পরে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ জাকেরান আশেকান ও ভক্ত বৃন্দের পদচারনায় মুখরিত হয়ে উঠে। ফরজ, সুন্নত, নফল ইবাদতের পাশাপাশি জেকের আশকার ও বিভিন্ন ওয়াজ নসিহত ও আলোচনা করেন বিভিন্ন আলেম ওলামারা।
রবিবার বাদ ফজর রওজা শরীফ জেয়ারত শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ।
















