ব্রেকিং নিউজ ::
ভারতে লোকসভা নির্বাচনের ফলে কারা এগিয়ে
সুমন্ত কুমার
- আপডেট সময় : ১২:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ৯৮৯৫ বার পড়া হয়েছে
ভারতে লোকসভা নির্বাচনে চলছে ভোট গণনার কাজ। গণনায় এই পর্যন্ত ৩০২টি আসনে নরেন্দ্র মোদির দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে।এনডিটিভি জানিয়েছে, আজ (৪ জুন) মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।এখনও পর্যন্ত ৩০২টি আসনে নরেন্দ্র মোদির দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২১০টি আসনে।
ভারতে ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। বিভিন্ন জরিপে আগেই আভাস মিলেছে, টানা তৃতীয়বারের মতো কেন্দ্রে সরকার গড়তে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট।তবে কংগ্রেস জোটের দাবি করেছিলো তারা অন্তত ২৯৫টি আসনে জয় লাভ করে সরকার গঠন করবে।
















