মঠবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন নবাগত ওসি শফিকুল ইসলাম
- আপডেট সময় : ০৩:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৯৬৫৯ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
মাদকের গ্রাস থেকে কিশোর যুবকদের রক্ষা করতে হবে, সমাজ রক্ষা করতে হবে। এ দুই শ্রেণীর লোকদের রক্ষা করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে এক নতুন আলোর দিগন্ত। মাদক ব্যবাস সাথে যারা জড়িত তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।
জীবনের শের রক্তবিদু দিয়ে মাদকের বিরুদ্ধে জেহাদ করে যাব। পিরোজপুরের মঠবাড়িয়া থানায় সদ্য যোগদানকারি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম,শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যার নির্দেশনা দিয়েছেন সমাজে কোন প্রকার অশান্তি সৃষ্টিকারিদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে। আমার ওপর দেয়া দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করবে। এজন্য সমাজের সচেতণ মহল ও সাংবাদিকদেও সহযোগিতা আমার প্রয়োজন।
গত ৯ নভেম্বর বৃহস্পতি বার মঠবাড়িয়া থানার ওসি হিসেবে তিনি (মোঃ শফিকুল ইসলাম) দায়িত্ব গ্রহণ করেন। সদ্য বিদায়ী ওসি কামরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব অর্পণ করেন। এর মোঃ শফিকুল ইসলাম বরিশালের মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে সদ্য বিদায়ী ওসি কামরুজ্জামান তালুকদারকে পিরোজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওসি কামরুজ্জামান তালুকদার ২০২২ সালে ৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের রদবদলের অংশ হিসেবে মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে পিরোজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এবং পুলিশের আরও একজন দায়িত্বশীল কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামকে মঠবাড়িয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার ওপর দেয়া সরকারের দায়িত্ব তিনি সঠিক ভাবে পালন করতে পারবেন বলে মনে করেন পুলিশ সুপার।