মসজিদে ফজরের নামাজ ৪১দিন পড়ায় বাইসাইকেল পুরস্কার দিলো বদি

- আপডেট সময় : ১১:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৩৯ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন॥
সাবেক সংসদ সদস্য (উখিয়া-টেকনাফ আসন) আলহাজ্ব আবদুর রহমান বদি প্রশংসনীয় উদ্যোগ নিয়ে সমাজের কাছে প্রশংসায় ভাসছেন।
গতকাল শুক্রবার (২আগস্ট) বিকালে ৩৮জন মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা টানা ৪১ দিন ফজরের নামাজ যথাসময়ে পালন করায় ব্যক্তিগত তহবিল থেকে ৩৮টি বাইসাইকেল বিতরণ করেছেন উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এইসব বাইসাইকেল বিতরণ করেন তিসি। বিতরণ কালে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা বড় হয়ে লেখাপড়া শিখে মা বাবার মুখ যেমন উজ্জ্বল করবে ঠিক তেমনি তোমাদের এলাকারও সুনাম করবে। তোমাদের বাইসাইকেল দিয়েছি এইজন্য যে, তোমরা যথা সময়ে মসজিদে এসে নামায আদায় করেছো। তোমাদের মত অনেকে আছে মসজিদে আসে না, ভালো কোন কাজ করে না, তোমাদের মত পড়ালেখা করে না, তারা তোমাদের এই বাইসাইকেল দেখে উৎসাহিত হয়ে মসজিদে নামায আদায় করবে, ভালো কাজ করবে, পড়ালেখা করবে। যারা মাদকের সাথে আছে, তারাও তোমাদের দেখে ভালো পথে আসার চেষ্টা করবে।
এই সময় জনপ্রতিনিধি, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।