ব্রেকিং নিউজ ::
মহান স্বাধীনতা দিবসে জাকের পার্টি চেয়ারম্যানের বাণী
আলহাজ্ব শেখ
- আপডেট সময় : ০২:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৯৮১২ বার পড়া হয়েছে
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বাঙালী জাতি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি। ’৭১ এর ২৬ মার্চ বীর বাঙালী যেভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তা বিশ্ব ইতিহাসে অনন্য।
তিনি আশা প্রকাশ করেন, মহান স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে জাতি বিরাজমান সকল সমস্যা কাটিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধির পানে এগিয়ে যাবে। এ লক্ষ্যে তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।