মাদ্রাসার ছাদ থেকে পড়ে/ শিক্ষার্থী নিহত

- আপডেট সময় : ১০:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৪০ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েদাবাদ দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মাসুম বিল্লাহ (১০)। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা ভূঁইয়া তুহিন জানান, সকালে ওই শিক্ষার্থী একাই মাদ্রাসা ভবনের ছয় তলা ছাদে উঠে। এর কিছুক্ষণ পর অন্য ছাত্ররা তাদের খবর দেয় ভবনের নিচে পড়ে আছে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। কী কারণে ওই শিক্ষার্থী ছাদে উঠেছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
স্বজনরা জানায়, মাসুমদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। তার বাবার নাম রেজাউল করিম। পরিবারটি সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় থাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।