ব্রেকিং নিউজ ::
মিরসরাইয়ে ধর্ষণের অভিযোগে/ বৃদ্ধ গ্রেফতার
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম।
মিরসরাইয়ে কিশোরী’কে ধর্ষণের অভিযোগে লেদু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।গত শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই বৃদ্ধকে উপজেলার খৈইয়াছাড়া ইউনিয়নের নিজতালুক গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ষণের শিকার কিশোরীর বোন থানায় অভিযুক্ত বৃদ্ধ লেদু মিয়ার বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত লেদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
















