মিরসরাই প্রেস ক্লাবের/ মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২১:১২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৩৩ বার পড়া হয়েছে
মিরসরাই প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ক্লাবের নির্মাণাধীন কার্যালয়ের কাজের অগ্রগতি, ক্লাবের নিয়মিত কার্যক্রম আরো গতিশীল করা।
সদস্যদের কাজের নিরাপদ কর্ম পরিবেশ তৈরি ও সমসাময়িক প্রেক্ষাপটে সংবাদ প্রকাশে আরো দায়িত্বশীল ভুমিকা, মিরসরাইয়ের বিভিন্ন এলাকার নাগরিক সমস্যা, সামাজিক উন্নয়ন ও মিরসরাইয়ের ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরা, সদস্য নবায়ন, সাধারণ সভার মাধ্যমে নতুন সদস্যদের আবেদন অনুমোদন সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শারফুদ্দীন কাশ্মীর, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক সাফায়েত মেহেদী।