মিয়ানমারের গণহত্যার ৫বছর পালিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে
- আপডেট সময় : ০১:৫৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ৯৬৬২ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি॥
নিজ দেশ মিয়ানমারে ২০১৭ সালে গণহত্যা ও নির্যাতনের বিচার এবং পূর্ণ নাগরিক অধিকার দিয়ে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দাবিতে শান্তিপূর্ণ ভাবে গণহত্যার ৫ বছর পালন করেছে রোহিঙ্গারা।
এদিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন। উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এক যোগে কালো দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।
সকালে উখিয়া-টেকনাফের ২০টি ক্যাম্পে পৃথকভাবে এই মানববন্ধন ও সমাবেশ চলে। ‘গো ব্যাক হোম’ প্রতিপাদ্যে চলমান মানববন্ধনে নানা দাবি নিয়ে বক্তব্য রাখেন ক্যাম্প ও ব্লক ভিত্তিক কমিউনিটি রোহিঙ্গা নেতারা।
রোহিঙ্গা নেতারা বলেন, আমাদের সকলের আস্থাভাজন নেতা মুহিবুল্লাহ যদি খুন না হতেন, তাহলে আমরা এতদিনে একটা মর্যাদা পেতাম।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কড়া সতর্কতা অবস্থাসহ ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়। পূর্ণ মর্যাদা নিয়ে প্রত্যাবাসন কামনা করেন তারা।
সে সময় তাদের নিরাপদ আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও ককৃতজ্ঞতা জানান তারা।
এইচ/কে
















