ময়মনসিংহের নান্দাইলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
- আপডেট সময় : ০২:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ৯৬৫৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃখাইরুল ইসলাম
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন। ওই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি গুরুত্বপূর্ণ স্থানসহ ৪৫০ স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন।
এই হামলায় নিহত হন দুইজন এবং আহত হয় দুই শতাধিক। তৎকালীন সময়ে জেএমবির সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়। আজ ১৭ আগস্ট রোজ বুধবার, ২০০৫ সালের এই সিরিজ বোমা হামলার প্রতিবাদে।
নান্দাইল উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে। উপজেলার যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে ও উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় দুপুর ১২.৩০ মিনিটে ডাকবাংলোর বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের নান্দাইল উপজেলা শাখার দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর যুবলীগের নেত্রীবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য মাহুদিউল আলম সারোয়ার (সোহাগ), তরুণ আওয়ামী লীগ নেতা আল-আমীন ভূইয়া রাহাত, শাহ্ আলম, মাহবুবুল হাসান রয়েল, নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, পৌর শ্রমীক লীগের আহ্বায়ক শহীদ নান্দাইল উপজেলা যুবলীগের সহ সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া আপু, নান্দাইল পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু, ও সাধারণত সম্পাদক মঞ্জিল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফকির সবুজ, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক নোমান তালুকদার, নান্দাইল উপজেলার ছাত্রলীগে সভাপতি তৌফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক শাহ্ মাহমুদুল হক সৌরভ সহ ১৩টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা কর্মী, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি ডাকবাংলোর বিপরীতে
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নান্দাইল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামায়াতের মদকপুষ্ঠ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জে এমবি কর্তৃক এক যোগে ঘৃণ্য ও নাটকীয় সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
















