রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
- আপডেট সময় : ০৪:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ৯৬২২ বার পড়া হয়েছে
মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মোট ১শ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই রাজবাড়ী জেলা প্রতিনিধি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদ্যালয় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা যায়, রাজবাড়ীর বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মোট ১শ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরমধ্যে মাধ্যমকি পর্যায়ের ৮২ জন শিক্ষার্থীকে নগদ ৩ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ১৮ জনকে নগদ ৪ হাজার করে টাকা প্রদান করা হয়।