ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে নেটওয়ার্ক সমস্যা নিরসনে স্থাপিত হবে ৫ অপারেটর কোম্পানির টাওয়ার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / ৯৬১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি॥

দীর্ঘ দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা মোবাইল নেটওয়ার্ক নিয়ে চরম বিড়ম্বনার শিকার হয়ে আসছেন। ৭৫৩ একরের ক্যাম্পাসটিতে প্রায় অর্ধ লাখ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অবস্থান।

তাদের প্রায় প্রত্যেকেই ব্যবহার করছেন মোবাইল ফোন। এই বিশাল সংখ্যক মোবাইল ব্যবহারীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে নেই কোনো মোবাইল টাওয়ার। যার ফলে দীর্ঘদিন ধরে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে আগামী এক মাসের মধ্যেই এই সমস্যার নিরসন হচ্ছে।

রোবাবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে নেটওয়ার্ক সমস্যা নিরসনে দেশের প্রধান ৫ টি মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় স্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. জাহেদ আলি এ তথ্য নিশ্চত করেন।

তিনি বলেন, আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অপারেট কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার বসানো হবে। যেখানে রবি, এয়ারটেল, টেলিটক, গ্রামীণ ও বাংলালিংকের ৪টি করে টাওয়ার বসানোর খসড়া প্রস্তাব দিয়েছেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

তবে গ্রাহকের চাহিদা বেশি থাকায় গ্রামীনফোন অপারেটরের ২টি অতিরিক্ত টাওয়ার বসানোর জন্য কোম্পানীর পক্ষে থেকে প্রস্তাব করা হয়। তবে কোন কোন জায়গায় নেটওয়ার্ক টাওয়ারগুলো বসানো হবে সেটির সিদ্ধান্ত এখানো প্রশাসন থেকে জানানো হয়নি বলে জানান এই কর্মকর্তা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নেটওয়ার্ক সমস্যা নিরসন কমিটির প্রধান অধ্যাপক আব্দুস সালাম বলেন, ক্যাম্পাসের নেটওয়ার্ক সমস্যা সমাধানে ৫ টি অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে।

তবে তাদেরকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। আগামী ৪ সেপ্টেম্বর এ বিষয়ে আরো একটি বৈঠক হবে এবং বৈঠক পরবর্তী সিন্ডিকেট সভায় প্রস্তাবনাটি পেশ করা হবে। তবে আশা রাখছি, সেপ্টেম্বরের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সাথে কথা বলে জানা যায়, যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে।

যেসব স্থানে টাওয়ার বসালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা বেশি সুবিধা পাবে সেই স্থানগুলোকে চিহ্নিত করে তারা প্রশাসনকে জানিয়েছে। রবি, টেলিটক, গ্রামীন, বাংলালিংক এবং এয়ারটেল অপারেটর কোম্পানির ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে একাধিক নেটওয়ার্ক টাওয়ার বসানো বিষয়ে প্রশাসনের কথা হয়েছে তাদের সাথে। আগামী ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন অপারেটর কোম্পানিগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এরপর ওই মাসেই টাওয়ার নির্মাণের কাজ শুরু করবেন বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয়ে রবি, টেলিটক, বাংলালিংক ও গ্রামীনফোনের চারটি টাওয়ার ছিলো।

২০২০ সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদ থেকে ফোন অপারেটর কোম্পানীগুলো টাওয়ার খুলে নিয়ে যায়। তখন ভবনটির নির্মাণকাজ চলছিলো। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে অর্ধ লাখের কাছাকাছি জনসংখ্যার জন্য কোনো টাওয়ার নেই।

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাবিতে নেটওয়ার্ক সমস্যা নিরসনে স্থাপিত হবে ৫ অপারেটর কোম্পানির টাওয়ার

আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি॥

দীর্ঘ দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা মোবাইল নেটওয়ার্ক নিয়ে চরম বিড়ম্বনার শিকার হয়ে আসছেন। ৭৫৩ একরের ক্যাম্পাসটিতে প্রায় অর্ধ লাখ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অবস্থান।

তাদের প্রায় প্রত্যেকেই ব্যবহার করছেন মোবাইল ফোন। এই বিশাল সংখ্যক মোবাইল ব্যবহারীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে নেই কোনো মোবাইল টাওয়ার। যার ফলে দীর্ঘদিন ধরে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে আগামী এক মাসের মধ্যেই এই সমস্যার নিরসন হচ্ছে।

রোবাবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে নেটওয়ার্ক সমস্যা নিরসনে দেশের প্রধান ৫ টি মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় স্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. জাহেদ আলি এ তথ্য নিশ্চত করেন।

তিনি বলেন, আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অপারেট কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার বসানো হবে। যেখানে রবি, এয়ারটেল, টেলিটক, গ্রামীণ ও বাংলালিংকের ৪টি করে টাওয়ার বসানোর খসড়া প্রস্তাব দিয়েছেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

তবে গ্রাহকের চাহিদা বেশি থাকায় গ্রামীনফোন অপারেটরের ২টি অতিরিক্ত টাওয়ার বসানোর জন্য কোম্পানীর পক্ষে থেকে প্রস্তাব করা হয়। তবে কোন কোন জায়গায় নেটওয়ার্ক টাওয়ারগুলো বসানো হবে সেটির সিদ্ধান্ত এখানো প্রশাসন থেকে জানানো হয়নি বলে জানান এই কর্মকর্তা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নেটওয়ার্ক সমস্যা নিরসন কমিটির প্রধান অধ্যাপক আব্দুস সালাম বলেন, ক্যাম্পাসের নেটওয়ার্ক সমস্যা সমাধানে ৫ টি অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে।

তবে তাদেরকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। আগামী ৪ সেপ্টেম্বর এ বিষয়ে আরো একটি বৈঠক হবে এবং বৈঠক পরবর্তী সিন্ডিকেট সভায় প্রস্তাবনাটি পেশ করা হবে। তবে আশা রাখছি, সেপ্টেম্বরের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সাথে কথা বলে জানা যায়, যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে।

যেসব স্থানে টাওয়ার বসালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা বেশি সুবিধা পাবে সেই স্থানগুলোকে চিহ্নিত করে তারা প্রশাসনকে জানিয়েছে। রবি, টেলিটক, গ্রামীন, বাংলালিংক এবং এয়ারটেল অপারেটর কোম্পানির ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে একাধিক নেটওয়ার্ক টাওয়ার বসানো বিষয়ে প্রশাসনের কথা হয়েছে তাদের সাথে। আগামী ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন অপারেটর কোম্পানিগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এরপর ওই মাসেই টাওয়ার নির্মাণের কাজ শুরু করবেন বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয়ে রবি, টেলিটক, বাংলালিংক ও গ্রামীনফোনের চারটি টাওয়ার ছিলো।

২০২০ সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদ থেকে ফোন অপারেটর কোম্পানীগুলো টাওয়ার খুলে নিয়ে যায়। তখন ভবনটির নির্মাণকাজ চলছিলো। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে অর্ধ লাখের কাছাকাছি জনসংখ্যার জন্য কোনো টাওয়ার নেই।

এইচ/কে