রাবির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নবজাগরণ ফাউন্ডেশনের পোশাক বিতরণ
- আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৯৬২৫ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:
ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরো বাড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি) নবজাগরণ ফাউন্ডেশন।
শুক্রবার (৭এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ৫০জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ ঈদ পোশাক বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিমূল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম আধাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষিকা কল্পনা রায় ভৌমিক, বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী মো: শহিদুল ইসলাম।
নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মো: রাসেল সরকার বলেন “শিশুদের মুখে হাসি ফুটাতে আমাদের এই আয়োজন। আর তাদের হাসি মুখ দেখতে এমন আয়োজন আমরা বার বার করতে চেষ্টা করি। সুবিধাবঞ্চিতদের নিয়ে আমাদের সমাজ।’
সাধারণ সম্পাদক নূর জাহান দোলন বলেন “ইদের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতে এই আয়োজন। ধনীরা ঈদ করবে কিন্তু সুবিধাবঞ্চিত ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে সেটা কখনো কাম্য না। আমাদের যার যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।”
এসময় আরো উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা সুমাইয়া রহমান কান্তি, নাফিসা তাসনিম, মোঃ খালিদ হাসান, মোঃ রিফাত হোসেন, মোঃ রাগিব শাহরিয়ার, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ আলী আশরাফ এবং মোঃ সোহাগ আলী প্রমুখ।
এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর। সহযোগিতায় ছিল বারিন্দ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, সচেতন সোসাইটি, এজি প্লাষ্টিক ইন্ডস্ট্রিজ, এস আর নন ওভেন ব্যাগ এন্ড প্যাকেজিং এবং নিউ গোল্ডেন শেফ রেস্টুরেন্ট।