শ্রীপুরে গণহত্যা দিবস পালিত
- আপডেট সময় : ০৩:১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৯৭১৭ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরেও সোমবার সকালে ‘গণহত্যা দিবস-২০২৪’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম টোকন প্রমুখ।
অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন ।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমান হাফেজ মাওলানা লিয়াকত আলী।