শ্রীপুরে প্রতিবন্ধী শনাক্ত জরিপ কার্যক্রম অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৯৬১৯ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবন্ধী জরিপ কার্যক্রম ও বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধী জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নের আবেদনকারী প্রতিবন্ধী ব্যক্তিদের ডাক্তারি প্রমাণপত্রসহ, সমাজসেবা কার্যালয়ে আবেদন যাচাই বাছাই করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সভাপতিত্বে অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী নাজমুস সাকীব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, এলজিইডি কর্মকর্তার পক্ষে তরুন রায়, শ্রীপুর অটিজম বিদ্যালয়ের সভাপতি সুমন মজুমদারসহ যাচাই বাছাি কমিটির অন্যান্য সদস্যগন।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৭৬ জন আবেদনকারীর মধ্যে ১১৮ জনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়।