সদরপুরে জাকের পার্টি ছাত্রীফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রীর জন্মদিন পালন
- আপডেট সময় : ০১:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৯৬৫৫ বার পড়া হয়েছে
জাকের পার্টির প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরী- হযরত মাওলানা মোহাম্মদ হাশমত ঊল্লাহ নক্সবন্দি মুজাদ্দেদী ( কুঃছেঃআঃ ) নাতনি,জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদীর কন্যা বর্তমান বাংলাদেশের নারী ও মুসলিম নারী অধিকার বাস্তবায়ন সংগ্রামের অগ্রদূত,জাতীয় স্থায়ী কমিটির সদস্যা,জাকের পার্টি ছাত্রীফ্রন্ট এর সভানেত্রী, বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান সি.পি.এইচ.ডি গ্রুপ অব কোম্পানির সহ প্রতিষ্ঠাতা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ফারাহ্ আমীর ফয়সলের জন্মদিন।
আজ মঙ্গলবার (২১শে নভেম্বর) দুপুর ২ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুরে ফারাহ্ আমীর ফয়সলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল দোয়া মোনাজাত শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
এ সময়ে ফারাহ্ আমীর ফয়সলের কর্মদক্ষতা নিয়ে ফরিদপুর জাকের পার্টি যুব-মহিলাফ্রন্টের জেলানেত্রী দৌলতুন্নাহার মুকুল বলেন,তিনি একজন শিক্ষক, একাধারে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী নারী উদ্যোক্তা,তিনাকে দেখলে আমাদের নতুন করে বাচার অনুপ্রেরণা জাগে,তিনি আমাদের কর্মক্ষেত্র তৈরী করেছেন,আমরা সমাজের বুকে মাথা তুলে দাড়াতে পাড়ি।
সদরপুর উপজেলা যুব-মহিলাফ্রন্টের সভানেত্রী সুমি আক্তার বলেন,পাখি যেমন বিপদ থেকে রক্ষা করতে নিজের বাচ্চাকে ডানায় আগলে রাখে,আমাদের কেন্দ্রীয় সভানেত্রী ও আমাদের মায়ের মতো দীর্ঘ ২৬ বছর যাবত আগলে রেখেছেন, কেন্দ্র থেকে ওয়ার্ড কমিটির প্রতিটা সদস্যার খোজ খবর তিনার জানা,সুখে-দুঃখে সব সময় আমরা চাইলেই তিনাকে পাশে পাই।
এ সময় জেলা জাকের পার্টির সদরপুর উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেত্রী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মহিলা,যুব-মহিলাগন উপস্থিত ছিলেন।