ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
প্রিয় কুমিল্লা’র উদ্যোগে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান স্মৃতিসৌধে কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল ফুলবাড়ীর অনামিকা রানীর ঘুড়ে দাঁড়ানোর গল্প কুমিল্লা আইডিয়াল কলেজে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস কৃষি উদ্যানে চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার দ্বীন মোহাম্মদ রিয়াদ সব কষ্ট ভুলে গিয়ে মানুষের জন্য কাজ করতে হবে : ডিএমপি কমিশনার আজ থেকে দেশব্যাপী জাকের পার্টির ইসলামী সম্মেলন শুরু জুলাই আন্দোলনে চোখ হারানো সাইদুলকে তালাক দিলো তার স্ত্রী

সিজেডএম শিক্ষাবৃত্তি পেলো/ রাজশাহী অঞ্চলের ৭০৯ জন শিক্ষার্থী

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

রাজশাহী অঞ্চলের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)প্রথম বর্ষে অধ্যয়নরত ৭০৯জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়ে‌ছেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) দুই দিনব্যাপী ৭০৯ জন শিক্ষার্থীকে এ বৃত্তিপত্র প্রদান করা হয়। এছাড়া এ বছর সারা দেশের স্নাতক পর্যায়ে ৩ হাজার ৫৪৯ শিক্ষার্থীকে এ মাসিক বৃত্তি প্রদান করা হয়। যার মধ্যে রাজশাহী অঞ্চলের ৭০৯ জন।

সিজেডএম-এর ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট এর প্রধান বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ন সচিব জনাব মোঃ ঈসা ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফর্মেশনস ডিপার্টমেন্ট এর সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মাইনুদ্দিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মাহমুদুল হাসান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতার হোসাইন মজুমদার, ফারসি ভাসা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আতাউল্লাহ , ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মোঃ মাহবুবুল ইসলাম।

শিক্ষাবৃত্তি পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মামুন বলেন, আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমরা পড়াশোনা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আমার পরিবারের মতো সিজেডএম আমার পাশে দাড়িয়েছে। আশা করি এখন আমার পড়াশোনায় আর্থিক কোনো বাঁধা থাকবে না। জীবনে ভালো কিছু করতে পারলে সিজেডএম এর পাশে থেকে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজের ৭০৯ জন শিক্ষার্থীকে বৃত্তিপত্র দেওয়া হয়।

উল্লেখ্য, জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রণোদনামূলক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, ক্যারিয়ার পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা, মানসিক চাপ ব্যবস্থাপনা, সামাজিক ও নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্বপালন, ভাষা শিক্ষা ইত্যাদি প্রদান করা হয়।

এই বৃত্তি ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ শিক্ষার্থীদেরকে দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং ধনী ব্যক্তিদের প্রদত্ত যাকাত ও সিএসআর তহবিলের সাহায্যে গঠিত তহবিল থেকে এই বৃত্তি ২০১০ সাল থেকে নিয়মিতভাবে প্রদান করে যাচ্ছে।

http://এইচ/ক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিজেডএম শিক্ষাবৃত্তি পেলো/ রাজশাহী অঞ্চলের ৭০৯ জন শিক্ষার্থী

আপডেট সময় : ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

মনির হোসেন মাহিন:

রাজশাহী অঞ্চলের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)প্রথম বর্ষে অধ্যয়নরত ৭০৯জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়ে‌ছেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) দুই দিনব্যাপী ৭০৯ জন শিক্ষার্থীকে এ বৃত্তিপত্র প্রদান করা হয়। এছাড়া এ বছর সারা দেশের স্নাতক পর্যায়ে ৩ হাজার ৫৪৯ শিক্ষার্থীকে এ মাসিক বৃত্তি প্রদান করা হয়। যার মধ্যে রাজশাহী অঞ্চলের ৭০৯ জন।

সিজেডএম-এর ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট এর প্রধান বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ন সচিব জনাব মোঃ ঈসা ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফর্মেশনস ডিপার্টমেন্ট এর সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মাইনুদ্দিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মাহমুদুল হাসান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতার হোসাইন মজুমদার, ফারসি ভাসা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আতাউল্লাহ , ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মোঃ মাহবুবুল ইসলাম।

শিক্ষাবৃত্তি পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মামুন বলেন, আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমরা পড়াশোনা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আমার পরিবারের মতো সিজেডএম আমার পাশে দাড়িয়েছে। আশা করি এখন আমার পড়াশোনায় আর্থিক কোনো বাঁধা থাকবে না। জীবনে ভালো কিছু করতে পারলে সিজেডএম এর পাশে থেকে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজের ৭০৯ জন শিক্ষার্থীকে বৃত্তিপত্র দেওয়া হয়।

উল্লেখ্য, জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রণোদনামূলক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, ক্যারিয়ার পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা, মানসিক চাপ ব্যবস্থাপনা, সামাজিক ও নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্বপালন, ভাষা শিক্ষা ইত্যাদি প্রদান করা হয়।

এই বৃত্তি ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ শিক্ষার্থীদেরকে দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং ধনী ব্যক্তিদের প্রদত্ত যাকাত ও সিএসআর তহবিলের সাহায্যে গঠিত তহবিল থেকে এই বৃত্তি ২০১০ সাল থেকে নিয়মিতভাবে প্রদান করে যাচ্ছে।

http://এইচ/ক