ব্রেকিং নিউজ ::
সড়কে প্রাণ গেলো/ চবি’র সহযোগী অধ্যাপক আফতাবের

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ১০:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন।২ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের রাস্তায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে শিক্ষক আফতাব হোসেন গুরুতর আহত হন। পরে আহত শিক্ষক আফতাব’কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাতে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।