হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিলো সদরপুর থানা পুলিশ
- আপডেট সময় : ০৫:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ৯৭১১ বার পড়া হয়েছে
রানা অর্নব, স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের সদরপুরে হালিমা আক্তারের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করেছে সদরপুর থানা পুলিশ।
জানা যায় গত ১৬ ফেব্রুয়ারি হালিমা আক্তার তার শ্যামপুরের বাসা থেকে পায়ে হেঁটে সদরপুর বাজারে যাওয়ার সময় তার অজান্তেই তার স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ফোন হারিয়ে যায়, অনেক খোঁজাখুঁজির পর মোবাইল না পাওয়ায় তিনি ১৮ ফেব্রুয়ারি সদরপুর থানার একটি সাধারন ডাইরি করেন,
সাধারন ডাইরী করার পর সদরপুর থানার অফিসার ইনচার্জ, সুব্রত গোলদারের সার্বিক সহযোগিতায় ও এএসআই আজিবুল হাসান এর প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার ২৬ দিন পরে ঢাকা জেলার দোহার উপজেলা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
মোবাইল ফোন উদ্ধার করার পর ভিকটিম হালিমা আক্তার কে জানানো হলে শুক্রবার সন্ধ্যায় সদরপুর থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়। এ সময় সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
















