৩৫টি হারানো ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ
- আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৯৬৩৫ বার পড়া হয়েছে
মোঃ আমিরুল হক, রাজবাড়ী ॥
রাজবাড়ীতে হারানো ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
রবিবার (২৭ আগস্ট) দুপুর দেড় টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, পুলিশের নিয়মিত ডিউটির পাশাপাশি দীর্ঘদিন ধরেই রাজবাড়ী জেলা পুলিশ হারানো জিডিমূলে ফোন উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিছু ফোন থানা পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। আজ উদ্ধারকৃত ৩৫টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে। মুলত হারানো কিছু ফিরে পাওয়া অত্যন্ত আনন্দের বিষয়।
মোবাইল ফোন হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হারানো মোবাইল ফোন হাতে পেয়ে ডা. কোবাদ হোসেন ও লিমা খাতুন বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর নতুন করে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরও লোকজনের কথায় জিডি করে আজ রাজবাড়ী জেলা পুলিশের আন্তরিকতায় ফোনটি ফিরে পেলাম। খুবই ভালো লাগছে পুলিশের এ ধরণের ভালো কাজ দেখে। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ পুলিশকে।