প্রিয় কুমিল্লা’র উদ্যোগে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০২:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৯৫৯৯ বার পড়া হয়েছে
শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মানের কারিগর, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষা নিয়মিত খেলাধুলা করবে, পাঠ্য বইয়ের পড়া ছাড়াও প্রতিটি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকুত মানুষ হিসেবে গড়তে সহ- শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে তবেই আমরা পাব সমৃদ্ধ বাংলাদেশ।
শনিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ সাহেবাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রিয় কুমিল্লা নিউজের আয়োজনে সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন।
প্রিয় কুমিল্লা নিউজের প্রধান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে হাসান খান পাঠান, সাংবাদিক গাজী রুবেল এবং ছামসুল আলমের যৌর্থ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মোঃ মাহাবুবুর রহমান দিদার, বিদ্যুৎসাহী সদস্য সাহেবাবাদ ডিগ্রী কলেজ, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির , সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান,চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ৭নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ, সমাজ সেবক হাজী জাকির খান সম্রাট, হাজী আমানত উল্লাহ খান, মোঃ আকরামুল ইসলাম, গোলাম কিবরিয়া অপু, মোঃ আবুল কালাম আজাদ ভূইয়া, এড. জাকির হোসেন, মোঃ মনিরুল ইসলাম,আবুল কালাম আজাদ, সাংবাদিক ফয়েজ আহমেদ, রেজাউল করিম, গোবিন্দ পদ গোস্বামী, হাবিবা বদরুন্নেসা।
সার্বিক সহযোগিতা করেন মধুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড, ব্রাহ্মণপাড়া কুমিল্লা, এসময় সাংবাদিক বিভিন্ন স্কুল কলেজের প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।