দেশে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস মনিটরিং ব্যবস্থা চালু
- আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৯৯১২ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো ক্লাস মনিটর (Class Representative – CR) তথ্য ডিজিটাল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম (JnU CMS) সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে প্রত্যেক বিভাগের মনোনীত ক্লাস মনিটরের নাম, সেমিস্টার, ও অন্যান্য তথ্য সংরক্ষিত থাকবে অনলাইন ডাটাবেইসে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সকল বিভাগীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুততম সময়ে বিভাগের মনোনীত ক্লাস মনিটরের তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পোর্টাল (https://student.jnu.ac.bd) এর মাধ্যমে CMS-এ আপলোড করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এ পদক্ষেপের মাধ্যমে ক্লাস মনিটরের কার্যক্রম আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক ভূমিকা সুসংগঠিত করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচনের দৃষ্টান্ত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি রোল মডেল হিসেবেও কাজ করবে।











