জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা
- আপডেট সময় : ০৬:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১০১৪৯ বার পড়া হয়েছে
৫ই সেপ্টেম্বর জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট, সরকারি বাংলা কলেজ শাখার সভাপতি মোঃ ওমর ফারুক।
জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় ওমর ফারুক বলেন,” গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের স্লোগানকে ধারণ করে ১৯৮৯ খ্রিষ্টাব্দ ১৪১০ হিজরির ১২ই রবিউল আউয়াল রহমতের সময় আটরশি পীর ছাহেবের হাত ধরে জাকের পার্টির যাত্রা শুরু হয়।
আগামী ৫ই সেপ্টেম্বর পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি (সাঃ) ও জাকের পার্টির কলঙ্কমুক্ত ও গৌরবোজ্জ্বল ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “
সরকারি বাঙলা কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দেশের এই অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং বেকারত্বের অভিশাপ থেকে দেশ ও জাতি’কে মুক্তি দিয়ে সমাজ সেবা এবং আধুনিক বিশ্বের একটি আদর্শ কেন্দ্রীক রাষ্ট্রে রূপান্তরিত করতে দেশবাসীর প্রতি বিনয়ের সাথে আহ্বান আপনারা নূন্যতম একটি বার অন্যান্য দলের সাথে জাকের পার্টির আদর্শ বিশ্লেষণ করে তারপর আপনার মূল্যবান ভোট প্রদার করুন এবং আদর্শ কেন্দ্রীক ও উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার সুযোগ দিন।
বর্তমান সময়ে শিক্ষার্থীদের’কে বিভিন্ন ভাবে প্ররোচিত করে, রাজনীতিবিদরা তাদের’কে তাদের হাতের পুতুল করে রাখে এবং কুশিক্ষায়, শিক্ষিত করে তোলে। স্পষ্ট ভাষায় বলে দেই, “আমরা শিক্ষার্থী’রা রাজনীতিবিদদের হাতের পুতুল নই(We students are not puppet in the hands of politicians)। “একটি দেশে’র শিক্ষার্থী’রা যদি সর্বোচ্চ সচেতন, অর্থ-লোভীমুক্ত ও প্রতিহিংসামুক্ত এবং দেশপ্রেমিক হয়। তাহলে একটি দেশ রাতারাতি উন্নয়ন ও দূর্নীতি মুক্ত হবে”। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির মূখ্য বিষয় হওয়া উচিত (“সাধারণ শিক্ষার্থীদের সর্বদা পাশে থাকা এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার বাস্তবায়নে, অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, অথবা নিজ দলের মাধ্যমে তা বাস্তবায়নে ভূমিকা রাখা”)। (“ছাত্র রাজনীতি ক্ষেত্রে, দলীয় পৃথক থাকলেও, ক্যাম্পাস ও শিক্ষার্থী’দের স্বার্থে, সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধদের বিকল্প হতে পারে না”)। আর ঐক্যবদ্ধ জন্য দরকার “মহব্বত”। জাকের পার্টি ছাত্রফ্রন্টের এই চারটি গুণে (“আদব,বুদ্ধি, মহব্বত এবং সাহস”) গুণান্বিত।
এরপর যখন শিক্ষার্থীদের উপর বিভিন্ন রকম হয়রানি কথা তুললে এ প্রসঙ্গে বলেন:
ছাত্র-রাজনীতি মানে শিক্ষার্থীদের সাথে বল-প্রয়োগ বা হয়রানি করা না,বরং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা। আমরা বিভিন্ন সময়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখতে পাই যে, শিক্ষার্থীদের’কে হয়রানি অথবা অযৌক্তিক কোনো দাবি তুলে বা চাপিয়ে দিয়ে, বিভিন্ন ভাবে যে হয়রানি বা বল-প্রয়োগ করা হয়।এইসব সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং এই কুশিক্ষা বা হাসি-তামাশা থেকে শিক্ষার্থীদের’কে সম্পূর্ণ মুক্ত রাখা এবং একই সাথে মিলেমিশে, হাসিখুশিপূর্ন ভাবে একটি আদর্শ ও হয়রানি মুক্ত ক্যাম্পাস গঠন করা এবং ভুক্তভোগী কে সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করে দেওয়া, হয়রানিকারী’র বিরুদ্ধে উচ্চ পদক্ষেপ নেওয়া।
এই কুশিক্ষা থেকে ইসলামের, সত্য ইসলামের আদর্শে, আদর্শিত করে গড়ে তোলার অঙ্গিকার করি এবং জাকের পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি (সাঃ) অনুষ্ঠানে, সরকারি বাঙলা কলেজ এর সাথে সম্পর্কিত সকল’কে বিনয়ের সাথে আমন্ত্রিত এবং প্রকৃত ইসলামের স্বাদ গ্রহন ও বিশ্লেষণ করার আহ্বান জানাই।
পরিশেষে আমরা বলতে চাই, সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস’কে গোলাপের সুগন্ধিতে এবং সুশিক্ষায় ক্যাম্পাস আলোকিত করবো। ধর্মবর্ণ নির্বিশেষে দেশ ও জাতি’র জন্য সর্বদা শুভ কামনা করি।














