বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫হাজার মানুষ’কে বদি’র চাল বিতরণ
- আপডেট সময় : ০৮:০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ৯৬৬১ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ই আগস্ট নিহত সকল শহীদের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ হাজার দুস্থ, গরিব, হতদরিদ্র, রিক্সা চালক, ভ্যান চালক ও অসহায় মহিলাদের মাঝে চাল বিতরণ করেছেন উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান বদি।
আজ মঙ্গলবার (৩০আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে ব্যাক্তিগত তহবিল থেকে এই চাল গুলো বিতরণ করেন তিনি।
এসময় আবদুর রহমান বদি বলেন, বঙ্গবন্ধু ছিলো বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে।আমাদের মত কিছু কুলাঙ্গার বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মীনি সহ পরিবারের সদস্যদের ১৫আগস্ট নির্মম ভাবে হত্যা করেন।তিনি আরো বলেন, আপনারা সকলে ১৫আগস্ট সকল শহীদের আত্মহার মাগফেরাত কামনা করে দোয়া করবেন।
এসময় টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















