হঠ্যাৎ উত্তপ্ত এমইএস কলেজ;ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষে আহত দুই
- আপডেট সময় : ০১:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ৯৬৫৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ঘটনা ঘটেছে ফুটবল খেলাকে কেন্দ্র করে।মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এমইএস কলেজ ক্যাম্পাসে ছাত্রসংসদ ভিপি ওয়াসিম উদ্দীন অনুসারী গ্রুপের দুই উপ-গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে উপগ্রুপ সাহেদ এর অনুসারী ফাহিম (১৮) কে একা পেয়ে মারধর আহত করে প্রমি গ্রুপের অনুসারীরা।
পরবর্তীতে এর জের ধরে উত্তাপ ছড়ায় ক্যাম্পাসে এর মধ্যে প্রমি গ্রুপের জুনিয়র এক কর্মী বাজি ফুটিয়ে ঘটনা আরো উসকে দেয়। এরপর দু’পক্ষই সংঘর্ষ জড়ায় এসময় আবদুল হামিদ হামিদ রাফি(১৯)কে মারধর করে সাহেদের অনুসারীরা।
যদিও‘ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
মারামারিতে আহত ছাত্রলীগকর্মীর বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহত ছাত্রলীগ কর্মী রাফিকে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৭ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। তিনি সাধারণ আহত ও অবস্থা আশঙ্কা মুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
















