সদরপুরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে /দুই শ্রমিক দগ্ধ
- আপডেট সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৬১ বার পড়া হয়েছে
সোবাহান সৈকত॥
ওয়েষ্ট পাওয়ার ডিষ্টিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) এর আওতায় ফরিদপুরের সদরপুরের কালীখোলা এলাকায় বিদ্যুতের খুটির সাথে তার সংযোগ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারাত্বক আহত হয়েছে দুই বিদ্যুৎ শ্রমিক।
শনিবার(৩সেপ্টেম্বর) বিকেলে এই দূর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সদরপুর থেকে কালিখোলা রাস্তার পাশে দুজন বিদ্যুৎ শ্রমিক বৈদ্যুতিক খুটির সাথে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। আহতদের উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে আসলে অবস্থা মারাত্বক হওয়ায় চিকিৎসক’রা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নওশাদ বিন কাদির আহত দুই শ্রমিকের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছেন।
মর্মান্তিক দূর্ঘটনার জন্য সম্পূর্ন ভাবে স্থানীয় বিদুৎ বিভাগের অবহেলা, আবজ্ঞা আর অব্যাবস্থাপনাকেই দায়ী করছেন স্থানীয়রা।
এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের সহকারী আবাসিক প্রকৌশলী জহিরের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা ঘটনা জানার সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছি। ঘটনা তদন্ত করে জানা যাবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটেছে
















