বীরশ্রেষ্ঠ/ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ০৬:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৫৬ বার পড়া হয়েছে
আজ সোমবার ৫ই সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। তাঁর সম্মানেই ২০০৮ খ্রিষ্টাব্দের ‘মহিষখোলা’র নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ রাখা হয়।
মাত্র ২৩ বছর বয়সে ১৯৫৯ খ্রিষ্টাব্দের ২৪ মার্চ নূর মোহাম্মদ যোগ দেন তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর)। ১৯৭১ খ্রিষ্টাব্দের ছুটি কাটাতে এসে মুক্তিবাহিনীতে যোগ দেন। তিনি ৮ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে নিজ সঙ্গীদের পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে গিয়ে নূর মোহাম্মদ একটি এসএলআর নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে মারা যান।
















