র্যাব-১৫ এর অভিযানে ১৪.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬২৮ বার পড়া হয়েছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, কক্সবাজার জেলা ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল পুরাতন বাংলাবাজার মোড় সংলগ্ন সিরাজের চায়ের দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ০৫/০৯/২০২২ তারিখ অনুঃ ১৬.৩০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আসামী কামরুল হাসান সোহেল (৩২), পিতা- মনির আলম, মাতা-মৃত ছৈয়দা খাতুন, সাং-দক্ষিণ খরুলিয়া (ভূতপাড়া), ০৯নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা-সদর, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ডান হাতে ও কাঁধে থাকা কালো রংয়ের ব্যাগের ভেতর হতে সর্বমোট ১৪(চৌদ্দ) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হবে বলে জানান র্যাব-১৫ এর সহকারি কমান্ডার মোঃ জামিলুল হক।