কবি নজরুল বিশ্ববিদ্যালয় //স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ৯৬৫৭ বার পড়া হয়েছে
ডি এইচ রনি, স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নবীনবরণ সম্পন্ন হয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বেলা ২টায় ক্লাবের ৫ম রিক্রুটমেন্টের নবীন সদস্যদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবটির উপদেষ্টা আলভি রিয়াসাত মালিক, চন্দন কুমার পাল প্রমুখ।
নতুন ২৩৯ জন সদস্যদের মধ্যে আইডি কার্ড, জয়েনিং লেটার, কোকা কোলার পক্ষ থেকে সফট ড্রিংক প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেকটি টিম তাদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ পায়। আয়োজনটির বেভারেজ পার্টনার ছিলো কোকাকোলা বাংলাদেশ।
ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও বিভিন্ন কার্যনির্বাহী সদস্য তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন নবীনদের সামনে এছাড়াও সংগঠনটির কার্যক্রম এবং নিয়মকানুন সকলের সামনে তুলে ধরেন বক্তারা।
হাবিবা খানম সাদিয়া ও আজহারুল ইসলাম প্রান্ত’র সঞ্চালনায় ক্লাবের সভাপতি আজিজুল হাকিম পাভেলের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।











