আমার নির্বাচনী এলাকাকে একটি আধুনিক ও আদর্শ নগরীতে পরিণত করতে চাই- হুইপ স্বপন
- আপডেট সময় : ০১:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ৯৬৩০ বার পড়া হয়েছে
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
এলাকা ও দেশের উন্নয়নের স্বার্থে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে তবেই উন্নয়ন সম্ভব। উন্নয়নের ধারা বজায় রাখতে জয়পুরহাট-২ সংসদীয় এলাকাকে আমি একটি আধুনিক ও আদর্শ নগরীতে পরিণত করতে চাই।
এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। (১৪ মে) রবিবার সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ থাকার কারণে আমার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কলপুর) এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে। যে কোনো ভালো উদ্যোগের জন্য একজন মানুষের ভালো মনই যথেষ্ট। তবেই দেশ ও এলাকার জন্য ভালো কিছু করা সম্ভব।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হুইপ স্বপন ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদারসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন ও সাংবাদিক প্রমুখ।