বারহাট্টায় নবাগত নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি কে বরণ
- আপডেট সময় : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ৯৬৪০ বার পড়া হয়েছে
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা জেলা প্রতিনিধি)
নেত্রকোণা বারহাট্টা উপজেলায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববিকে ফুল দিয়ে বরণ করা হয়েছে৷বৃহস্পতিবার (১০ আগষ্ট) প্রেসক্লাবের ,সাধারণ সম্পাদক ফেরদৌস বাবুলের এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বারহাট্টা উপজেলায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববিকে ফুল দিয়ে বরণ করেন, বারহাট্টা প্রেসক্লাবের সদস্যরা
এসময় উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সভাপতি (পদাধিকারবলে),এস এম মাজহারুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছুল আলম শামীম , আমিনুল ইসলাম খান রিজভী, সাংবাদিক সোহেল খান দূর্জয়, নাজমুল হক, লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, ওমর ফারুক আহম্মদ সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুল দিয়ে বরণ করেন।আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও
অনলাইন গণমাধ্যম প্রতিদিনের আটপাড়ার সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান খান সোহাগ নব যোগদানকৃত বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।