বারহাট্টায় জাতীয় শোক দিবসে বিনামূল্যে চারাগাছ বিতরণ করেছেন অমিত হাসান
- আপডেট সময় : ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ৯৬৩৫ বার পড়া হয়েছে
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা জেলা প্রতিনিধি):
নেত্রকোণা বারহাট্টা উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে সবুজ পৃথিবী চাই (সপৃচা) আহ্বায়ক অমিত হাসান এর সকল সদস্যবৃন্দরা, সবুজায়নের লক্ষ্যে জনসাধারণের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ করেছেন এবং সবাই যেন বৃক্ষ রোপণে এগিয়ে আসে, সে জন্য অনুরোধ জানিয়েছেন।
গাছ রোপণের মাধ্যমে পরিবেশকে বসবাসের উপযোগী করে তুলতে হবে এবং গাছ রোপণের মাধ্যমে অক্সিজেনের বৃদ্ধি, কার্বনডাই-অক্সাইড নিঃসরণ।সকল স্তরের জনগণকে গাছ লাগানোর ক্ষেত্রে উদ্বুদ্ধকরণে এই প্লাটর্ফম কাজ করবে।সরকার ঘোষিত গাছ লাগান পরিবেশ বাঁচান , এই শ্লোগানকে বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করবে।
গাছ রোপণের মাধ্যমে,অক্সিজেনের বৃদ্ধি, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ,ভূমি ক্ষয় রোধ,প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করা,অর্থনৈতিক স্বাবলম্বী, ফলমূল প্রাপ্তিতে বিপুল সম্ভবনার দ্বার উন্মোচিত, এই মূলমন্ত্র গুলো জনগণের মধ্যে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করা এবং জনগণ কে সম্পৃর্ক করা।
নির্মল বায়ু বাড়ায় আয়ু, দূষিত বায়ু কমায় আয়ু, জীবনের জন্য বন ও পরিবেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বারহাট্টা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ নিধন রোধে পরিবেশ রক্ষায় মানববন্ধন পালন করাসহ ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়েছে।