গোপনে ফোনের কল রেকর্ড করে এই ‘স্পাই’ অ্যাপ
- আপডেট সময় : ০৭:২৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৯৭৪৮ বার পড়া হয়েছে
তথ্য প্রযুক্তি ডেস্ক।
আপনার অজান্তেই আপনার ফোনের সব কল রেকর্ড করে চলছে একটি অ্যাপ। এমনকি ফোনে আদান-প্রদান করা এসএমএসও অ্যাপটি পড়ে নেয়। অ্যাপটির নাম স্পাই নোট।
সম্প্রতি এই অ্যাপের গুপ্তচরবৃত্তির খবর জেনেছে এফ-সিকিউর নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান।
স্পা নোট অ্যাপর ভয়ংকর দিক হল, এটি সাউন্ড রেকর্ড করে। আপনার ফোনের সমস্ত কল রেকর্ডও করতে পারে। ফলে, সেখান থেকে একাধিক জরুরি তথ্য চুরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। আপনার গোপন কথোপকথনও লিক হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।এফ-সিকিউরের গবেষক অমিত তাম্বে জানিয়েছেন, এই ট্রোজান সবসময় ব্যবহারকারীর ফোনে ঢুকে পড়ার সুযোগ খোঁজে।আসলে এটি একটি ভেকধারী অ্যাপ, যা আপনার ফোনের অপারেটিং সিস্টেমের রেগুলার আপডেট দেওয়ার ভান করে। আর এই সবকিছুই হল ব্যবহারকারীর ফোনের অ্যাক্সেস নেওয়ার কৌশল। এখন সেই ফাঁদে আপনি পা দিলেই অ্যাপটি আপনার ফোনের অ্যাক্সেস পেয়ে যায়। আর একবার অ্যাক্সেস পেয়ে গেলে আপনার টেক্সট মেসেজ চুরি করে, হাতিয়ে নেয় ব্যাংকিং তথ্যও।
সাইবার সিকিওরিটি কোম্পানি এফ-সিকিউর এই ভুয়া ম্যালওয়্যার অ্যাপ সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির সিকিওরিটি রিসার্চাররা বুঝতে পেরেছেন, ভুয়া টেক্সট মেসেজের মাধ্যমেই ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ে। সেই মেসেজের মাধ্যমেই বিশেষ লিংক পাঠিয়ে অ্যাপটি ডাউনলোড করার প্ররোচনা দেয়। লিঙ্কে ক্লিক করলে কী হতে পারে, তা নিশ্চয়ই বুঝতে পারছেন!
স্পা নোট অন্যান্য সাইবার ঝুঁকির থেকে অনেকটাই আলাদা। এটি কেবল কল লগ, ক্যামেরা অ্যাক্সেস, টেক্সট মেসেজ এবং আপনার ফোনের স্টোরেজের মতো তথ্যই যে নেয়, তা নয়। আপনার ফোনে খুব ভাল ভাবেই অ্যাপের ভেক ধরে নিজেকে লুকিয়ে রাখতে পারে। অ্যাপটি আপনার হোম স্ক্রিনে, এমনকি আপনার দ্বারা ব্যবহৃত লেটেস্ট অ্যাপ্লিকেশনগুলিতে লুকিয়ে থাকে। আপনার ফোনের সিকিওরিটি সিস্টেমের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এই ট্রোজ়ান একবার ফোনে ঢুকে পড়লে তার ক্ষতিকারক কাজগুলি বন্ধ করা খুবই কঠিন হয়ে যায়।গবেষকরা কী বলছেন?
এফ সিকিউর এর একজন গবেষক অমিত তাম্বে জানিয়েছেন, এই ট্রোজান সবসময় ব্যবহারকারীর ফোনে ঢুকে পড়ার সুযোগ খোঁজে। তার কথায়, সাধারণত বাইরে থেকে ট্রিগার করেই স্পাই নোট অ্যাপটি চালু করা যেতে পারে। কোনোভাবে একবার ব্যবহারকারীর ফোনে ঢুকে পড়ার পরেই অ্যাপটি তার মূল কার্যকলাপ শুরু করে।
স্পাই নোট অত্যন্ত জটিল উপায়ে বিশেষ অনুমতি ব্যবহার করে। আপনার ফোনের উপরে আপনাকেই অতিরিক্ত ক্ষমতা দিতে অ্যাপটি এমনই কৌশল অবলম্বন করে, যা আখেরে আপনারই বিপদ ডেকে আনে। সাউন্ড রেকর্ড করা, ফোন কল করা, এমনকি আপনার স্ক্রিনের ছবি পর্যন্ত তুলতে পারে অ্যাপটি।
আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপটিকে যদি উড়িয়ে দিতে চান, তাহলে সে কাজও বড়ই কঠিন। স্পাই নোট তার প্রকৃতিতে খুবই চতুর। সেটিংস থেকে আপনি অ্যাপটিকে উড়িয়ে দেওয়ার পরে দেখলেন, তা হয়তো আর নেই। আদতে কিন্তু তা নয়। ক্ষতিকারক অ্যাপটি আপনার ফোনে তখনও থেকে যায়।