খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অটোমেশন সিস্টেম চালু করতে চুক্তি স্বাক্ষরিত
- আপডেট সময় : ০৬:০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৯৬৬১ বার পড়া হয়েছে
আবির হাসান.খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরিতে অটোমেশন সিস্টেম চালু করতে মেসার্স ইলেক্ট্রো হোমের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার অমিত বায় চৌধুরী ও মেসার্স ইলেক্টো হোমের পক্ষ থেকে ঠিকাদার প্রোপাইটর মোঃ ইয়াসিন মোল্লা সাক্ষর করেন।
জানা যায়, এই চুক্তিমূল্য ১ কোটি সাড়ে ৫৭ লাখ টাকার বেশি। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের উপস্থিতিতে উভয়পক্ষ চুক্তিপত্র হস্তান্তর করে। উপাচার্য প্রফেসর ড.মাহমুদ হোসেন দ্রুত অটোমেশন পদ্ধতি চালু করার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাঃ মাহবুবুস সোবহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











